Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপি’র ব্যাপক গণসংযোগ

ছাগলনাইয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ২:৩৫ পিএম

জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার নির্বাচনী এলাকায় ব্যাপক সভা সমাবেশ মিছিল ও গণসংযোগ করে চলেছেন। ইতিমধ্যে শিরীন আখতারের নির্বাচনী গণসংযোগে যুক্ত হয়েছেন, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার আওয়ামীলীগসহ মহাজোটের নেতাকর্মীরা। তারা নৌকা প্রতীকের শিরীন আখতারকে বিজয়ী করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
তিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নৌকা প্রতীকের প্রার্থীর পোষ্টার দেখা গেলেও কোথাও ধানের শীষ প্রতীকের প্রার্থীর পোষ্টার তেমন দেখা যায়নি। এদিকে গত বৃহস্পতিবার বিকাল নৌকার প্রার্থী শিরীন আখতার এর প্রথম নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহমেদ বুলু মজুমদারের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের নৌকার প্রার্থী শিরীন আখতার, ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এম মোস্তফা, সাবেক ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান ও জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী প্রমুখ। শিরীন আখতার মনে করছেন বিগত পাঁচটি বছর এ আসনের মানুষের সুখে-দুঃখে ও জনপদের উন্নয়নে মাঠে ছিলেন। জনপদের উন্নয়নে তারা নৌকাতেই ভোট দেবেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এ জাসদ নেত্রী।তবে তার এ শতভাগ আশাবাদের পরেও নৌকার জয়ের ব্যাপারে শঙ্কার কারণ জেলা আওয়ামী লীগের সদস্য দলের স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ