বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর-৩ আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পথসভার মাত্র একশ গজ দূরে বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে আরবপুর ইউনিয়নের কদমতলা মোড়ে গণসংযোগ শেষে পথসভায় অংশ নেন ধানের শীষের প্রার্থী অমিত। পথসভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ৭/৮জন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে পরপর দুটি হাতবোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। বোমা হামলায় কেউ হতাহত না হলেও সন্ত্রাসীরা অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িবহর থেকে মোশাররফ নামে ষাটোর্ধ্ব এক বিএনপি নেতাকে ধরে মারপিট করে। পরে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গণসংযোগের একশ গজ দূরে এ বোমা হামলার ঘটনার পেছনে নৌকার প্রার্থীর লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন অমিত। তিনি বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।