বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আপেল মার্কা নিয়ে ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়মিতভাবে বিরামহীন গণসংযোগ করছেন হজ্ব এজেন্সি অব বাংলাদেশ (হাব) এর সাবেক মহাসচিব, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আবদুল্লাহ। গতকাল শনিবার সকাল থেকে হাজার নেতাকর্মী ও জনসাধারণকে নিয়ে তিনি নির্বাচনী এলাকার ৩ উপজেলায় ব্যাপক গণসংযোগ ও শো-ডাউন করেছেন। এসময় আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন মজুমদার, জিএম হাট ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আনোয়ার ভূঞাসহ এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের ব্যক্তিবর্গ তার কর্মী সমর্থকরা আপেল প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেখ আব্দুল্লাহকে জয়যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ভোটের মাঠে শেখ আবদুল্লাহ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে তার কর্মী সমর্থকদের দাবী। এর আগে শেখ আব্দুল্লাহর আপেল মার্কার সমর্থনে শুক্রবার বিকালে ফুলগাজীর মুন্সিরহাট বাজারে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। গনসংযোগকালে শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, ফেনী-১ নির্বাচনী এলাকায় দীর্ঘদিন যাবৎ অবহেলিত। উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি এখানে । কেবলমাত্র দলের তৃনমূল নেতাকর্মীদের স্বার্থে নয়, এলাকার বৃহৎ উন্নয়নের স্বার্থে এবার তিনি নির্বাচনে লড়ছেন। তিনি বলেন, নির্বাচন থেকে কোন বাধাই তাকে সরাতে পারবে না। আমি চাই এলাকায় গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট পুল-কালভার্ট সংস্কারের মধ্য দিয়ে ফেনী-১ নির্বাচনী এলাকা একটি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, মননে সবদিক থেকে আধুনিক সংসদীয় আসন হিসেবে রূপ দিয়ে বিশ্বের কাছে পরিচিত করতে চাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।