বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার মুরাদনগরে (কুমিল্লা-৩) বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ভাই কে এম মজিবুল হকের গাড়ীবহরে হামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর থানার সামনে এই ঘটনা ঘটে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আহত হয়েছেন বিএনপির ১০-১২ জন নেতা-কর্মী।
স্থানীয় সূত্র জানায়, বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুর আলম জানান, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যেই বিএনপি প্রার্থী উপজেলা সদরে নিজ বাড়িতে ফিরে যান। বিএনপির প্রার্থী কে এম মজিবুল বলেন, শত বাধা পেরিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় মুরাদনগরে এসেছেন। হামলায় তাঁর দলের ১০ জন আহত হয়েছেন। মুরাদনগর থানার অফিসার (তদন্ত) নাহিদ আহমেদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি এবং গ্রেপ্তারও নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।