বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফীর দোয়া নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের ২০ দলীয় জোটের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।
শুক্রবার রাতে ইব্রাহিম বীর প্রতীক হেফাজত আমিরের কার্যালয়ে হাজির হন। এসময় আল্লামা শফীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
সূত্র জানায়, কুশল বিনিময় শেষে হেফাজত আমির মোনাজাতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার নিকট হাত তুলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন। ইব্রাহিম বীর প্রতীক হেফাজত আমিরের দোয়া নিয়ে প্রায় দেড় ঘণ্টা হাটহাজারী মাদ্রাসার ওলামা-মাশায়েখদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সেখানে উপস্থিত ছিলেন- হেফাজত আমিরের তনয় মাওলানা আনাস মাদানী, তার ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম ও মুহাম্মদ জাহেদুল ইসলামসহ আলম-ওলামারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।