বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নতুন ভোটারদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, তোমাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ। যে বাংলাদেশের জন্য তোমার পূর্ব পুরুষেরা নিজেদের জীবন উৎসর্গ করেছিল। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের এক সেমিনারে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক’দিন পরেই আমাদের জাতীয় নির্বাচন। তোমাদের হাতেই আগামী দিনের বাংলাদেশটা নির্ভর করবে। যে বাংলাদেশের জন্য তোমার পূর্ব পুরুষ, তোমার ভাই, তোমার বাবা, তোমার দাদা নিজের জীবন উৎসর্গ করেছিল। সে বাংলাদেশ থাকবে, কি থাকবে না সেটা আগামী ৩০ তারিখ তোমরাই নির্ধারণ করবে। তোমরা নির্ধারণ করবে কেমন বাংলাদেশ তোমরা আগামীতে দেখতে চাও।
ইউজিসির চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা একদিনের জিনিস না। এটা নিত্যদিনের চর্চার জিনিস। সবচেয়ে বড় পরীক্ষা হবে আগামী ৩০ ডিসেম্বর। সব সময় ইতিহাসের কথা মনে রাখবেন, ইতিহাস আপনাকে মনে রাখবে।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান, কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস, কলামিস্ট ও ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম নজরুল ইসলামসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।