Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আব্দুল আলী মৃধার স্থগিতাদেশ প্রত্যাহার

সরকার আদম আলী, নরসিদী থেকে: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দীর্ঘ ১০ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নরসিংদীর বিপুল জনপ্রিয় রাজনীতিবিদ রায়পুরার সাবেক এমপি আব্দুল আলী মৃধার দলীয় সদস্যপদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক চিঠিতে তার স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন।
চিঠিতে রুহুল কবির রিজভী এখন থেকে দলকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য তাকে তাগিদ দিয়েছেন। রায়পুরা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগ ঘরানার একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে ২০০৮ সালের ডিসেম্বর মাসে আব্দুল আলী মৃধার সদস্যপদ স্থগিত করা হয়। বলা হয়েছিল, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। কিন্তু কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছিল তা দীর্ঘ ১০ বছরেও আব্দুল আলী মৃধা জানতে পারেননি।
রায়পুরা থানা ও জেলা বিএনপি মৃধার স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য দলের কেন্দ্রীয় দপ্তরে কয়েকবার রেজুলেশন ও চিঠি দিয়েছে। কিন্তু রহস্যজনক কারণে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়নি। ফলে বিগত ১০ বছরে রায়পুরার ২৪টি ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী হতাশাগ্রস্থ হয়ে পড়েছিল। ত্যাগী নেতাকর্মীরা রাজনৈতিক নিপীড়ন তথা হামলা মামলার শিকার হয়ে কোনোরকমে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এদিকে আব্দুল আলী মৃধার স্থগিতাদেশ প্রত্যাহার করায় রায়পুরা থানা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছে।
তিনি বলেছেন, দীর্ঘদিন পরে হলেও স্থগিতাদেশ প্রত্যাহার করায় রায়পুরায় বিএনপি’র দলীয় কার্যক্রমে গতি ফিরে আসবে। আব্দুল আব্দুল আলী মৃধা ইনকিলাবকে জানিয়েছেন, শিগগিরই তিনি রায়পুরা যাবেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আব্দুল আলী মৃধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ