Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল-৮ আসনে লাঙ্গলের পক্ষে নারী ভোটারদের মিছিল

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে লাঙ্গলের পক্ষে মিছিল করেছে নারী ভোটারগন। অন্যান্য প্রার্থীগন নির্বাচনী প্রচারনা চালালেও নারী ভোটারদের নির্বাচনী প্রচারনায় নামাতে পারেনি, কিন্তু জাতীয় পার্টির প্রার্থী নারী ভোটারদের লাঙ্গলের পক্ষে প্রচারনায় নামিয়ে মিছিল করাতে সক্ষম হয়েছেন। টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনে গত বৃহস্পতিবার জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকী লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে বাসাইল, বহেড়াতৈলবাজার, বড়চওনাবাজার, কীত্তর্নখোলাবাজার পথসভায় বলেন, জাতীয় পার্টি বিগত তিনটি নির্বাচনে মহাজোটের সাথে ছিল, এবার আলাদাভাবে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছে-এসময় তিনি পল্লীবন্ধু এরশাদের সময়ে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। উক্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক এড.আকবর আলী, বাসাইল উপজেলা সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পৌর সভাপতি তোফাজ্জল হোসেন, সখিপুর পৌর সভাপতি আয়নাল সিকদার, সখিপুর উপজেলা যুগ্ম আহবায়ক নুরুজ্জামান তালুকদার চেয়ারম্যান, সাধারন সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় ছাত্রনেতা নাজমুল রেজা প্রমুখ। এ আসনে মোট ভোটার ৩লাখ ৪৬হাজার ৬শত ৪৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬৮হাজার ৪শত ৫৫জন, নারী ভোটার ১লাখ ৭৮হাজার ১শত ৯১জন। পুরুষের চেয়ে ৯হাজার ৭শত ৩৬জন নারী ভোটার বেশী। ফলে নারী ভোটারদের যে দলের প্রার্থী আকৃষ্ট করতে পারবে সেই প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশী। নারীদের ভোটারদের লাঙ্গল প্রতীকের প্রতি আকৃষ্ট করতে পেরেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ