রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল শুক্রবার সকাল ১০ টায় দাউদকান্দি পৌর বাজারে ইসলামী ঐক্যজোটের কার্যালয়ে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা মুফতি আলতাফ হোসাইন স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংসদ নির্বাচনের সহযোগীতা চাইলেন। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং সমাজে ন্যায় ইনছাফ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগন আমাকে নির্বাচিত করলে একজন সেবক হিসাবে কাজ করে যাব। আমার দলের ১৪/১৫ টিম এলাকায় কাজ করছে। তিনি সাংবাদিকদের উদ্যেশে বলেন, আপনাদের আমার পাশে বন্ধু ও ভাই হিসাবে দেখতে চাই। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মাওলানা বদিউজ্জামান, দাউদকান্দি উপজেলা ইসলামী ঐক্যজোটের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসেন, মেঘনা উপজেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি সোহাইল হোসেন, মাওলানা আহসান উল্লাহ, মাওলানা নাছির উদ্দিন, দাউদকান্দি সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সেলিম আহমেদ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।