বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় ঐক্যফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সফিউদ্দিন আহমেদে বলেছেন, গত ১০ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। অনেকেই বলেছেন বিএনপি কেনো ২০১৪ সনের নির্বাচনে অংশ নেয়নি। সেটি প্রমান করতেই আমরা এবার নির্বাচনে এসেছি। অথচ নির্বাচন কমিশন সরকারের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে তাদের নিজস্ব সত্ত্বা প্রমান করতে পারেনি। আমাদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে মাঠে নেমেছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ আরো বলেন, আমরা হিংসাত্মক রাজনীতি চাই না। আমরা চাই দেশের মানুষ যাতে নিশ্চিন্তে এবং নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। ভোটকেন্দ্র পাহারা দিতে বলেছি ভোট ডাকাতি করতে নয়। যাতে সাধারণ মানুষের ভোট কেউ ডাকাতি করতে না পারে। আমাদের মারো-কাঁটো যা-ই করো নির্বাচনের মাঠ ছাড়বো না। শেষ পর্যন্ত মাঠে থাকবো।
জাতীয় ঐক্যফ্রন্ট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. সেলিম আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফজলুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার, সদস্য সাবেক এমপি রাশেদা বেগম হিরা, জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত ধানের শীষ মনোনিত চাঁদপুর-২ আসনের প্রার্থী ডা. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর-৪ আসনের আলহাজ¦ এম এ হান্নান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।