Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে লাঙ্গলের গণসংযোগ

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ৬:১৯ পিএম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় পার্টি মনোনিত এমপি প্রার্থী কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান বস্তু উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা গ্রামে শুক্রবার দুপুরে জুম’আ নামাজের পর তাঁর দাদার কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের প্রচারণা শুরু করেন। এ সময় তিনি বাঘমারা, শিশুয়া, নগদা, ধানাটা, সোনাকান্দর, হেলেঞ্চাবাড়ি গ্রামে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ ও লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে তিনি বাঘমারা মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন।

এমপি প্রার্থী মোখলেছুর রহমান বস্তু তাঁর বক্তব্যে বলেন, ‘আমি তরুণ ও মেধাবী নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত এলাকা গড়তে চাই। এমপি নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।’

 

mwilvevox‡Z jv½‡ji MYms‡hvM

mwilvevox (Rvgvjcyi) msev``vZv-

Rvgvjcyi-4 (mwilvevox) Avm‡bi RvZxq cvwU© g‡bvwbZ Ggwc cÖv_©x †K›`ªxq QvÎ mgv‡Ri hyM¥ AvnŸvqK †gvL‡jQzi ingvb e¯‘ Dc‡Rjvi mvZ‡cvqv BDwbq‡bi evNgviv MÖv‡g ïµevi `ycy‡i RygÕAv bvgv‡Ri ci Zvui `v`vi Kei wRqviZ †k‡l AvbyôvwbKfv‡e jv½‡ji cÖPviYv ïiæ K‡ib| G mgq wZwb evNgviv, wkïqv, bM`v, avbvUv, †mvbvKv›`i, †n‡jÂvevwo MÖv‡g cÖwZwU N‡i N‡i MYms‡hvM I jv½j cÖZx‡K ‡fvU cÖv_©bv K‡ib| c‡i wZwb evNgviv †gv‡o GK c_mfvq e³e¨ iv‡Lb|

Ggwc cÖv_©x †gvL‡jQzi ingvb e¯‘ Zvui e³‡e¨ e‡jb, ÔAvwg ZiæY I †gavex †bZ…Z¡ m„wói gva¨‡g gv`K, mš¿vm I Rw½ev`gy³ GjvKv Mo‡Z PvB| Ggwc wbe©vwPZ n‡j me©¯Í‡ii gvby‡li †mevq wb‡R‡K wb‡qvwRZ ivL‡ev|Õ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ