বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রামগড়ে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল’র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্রগ্রাম জেলার সভাপতি সোলায়মান আলম শেঠ। শুক্রবার(১৪ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হয়। রামগড় উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা সঞ্চালনায় সভাপতি মো. নিজাম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের সহযোগীতা কামনা করে তিনি বলেন, অতীতের মতো আগামীতেও সাংবাদিকদের সহযোগীতা, পরামর্শ ও ভালোবাসা আমি পাবো এটাই আমার বিশ্বাস। খাগড়াছড়ি জেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার সুযোগ দিয়ে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, অপার সম্ভাবনাময় পার্বত্যাঞ্চল খাগড়াছড়িকে পর্যটন বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা হবে তার লক্ষ্য। পাশাপাশি পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এলাকা হবে উন্নতর থেকে উন্নত। তিনি আরো বলেন ১৯২০ সালের প্রাচীন মহকুমা শহর রামগড়ে নির্মানাধীন স্থলবন্দরটি চালু হলে অতীতের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ পার্বত্যাঞ্চলের জন্য অনেককিছু করেছেন আবারো সুযোগ পেলে সেটি অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন রনি, জেলার সাধারন সম্পাদক খোরশেদ আলম, পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহাম্মদ, সহ সম্পাদক রাজু, সাংগঠনিক সম্পাদক রানা, রামগড় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রহমান , মানিকছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি কেশব দে লাল, মাটিরাঙা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। পরে সাংবাদিকদের নিয়ে মহামুনতিতে নির্মানাধীন স্থলবন্দরটি পরিদর্শন করেন সোলায়মান আলম শেঠ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।