Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-২ আসনে কালিন্দী ইউনিয়নে ইসলামি আন্দোলন প্রার্থীর ব্যাপক গনসংযোগ

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৯ পিএম

ঢাকা-২ আসনে কালিন্দী ইউনিয়নে ইসলামি আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মোঃ জহুরুল ইসলাম ব্যাপক গনসংযোগ করেছেন। তিনি আজ শুক্রবার সকালে কালিন্দী ইউনিয়নের নেকরোজবাগ মসজিদের সামনে থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তার নির্বাচনী গনসংযোগ শুরু করেন। তিনি খাগাইল, ব্রাম্মনকির্তÍা, নেকরোজবাগ, মাদারীপুর, বরিশুর,মুসলিমবাগ, কালিন্দী,পটকাজোড় এলাকায় ব্যাপক গনসয়যোগ করেন। এসময় তিনি ব্যবসায়ী, দোকানদার, রিক্সাওয়ালা, সাধারন পথচারি ও এলাকাবাসীদের সাথে করমর্দন করে কুশল বিনিময় করেন। তিনি ইসলামি আন্দোলন বাংদেশ দলের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে সবাইকে হাতপাখা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান। তিনি সকালে গনসংযোগ শুরু করে জুমার নামাজের পুর্বে শেষ করেন। এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা ইসলামি আন্দোলনের সভাপতি আহসান হাবিব, কালিন্দী ইউনিয়নের ইসলামি আন্দোলনের সভাপতি হাজী মোঃ মোজাম্মেল, মডেল থানা যুব আন্দোলনের সভাপতি মাওলানা রেজয়ানুল হক ও মডেল থানা ছাত্র আন্দোলর সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ