বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতা ও শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাষ্টারকে ছুরিকাঘাতে গুরুত্বর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। শ্রমিক লীগ সমন্বয় কমিটির অফিস সহকারি আবদুর রহমান জানান, সাদেকুর রহমান মাষ্টার রাত আনুমানিক ৯টার দিকে অফিসের পাশে টয়লেটের রুম থেকে বের হওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্তরা সাদিকুর রহমানকে ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও শিবগঞ্জ থানার ওসিসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নির্বাচনে আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক অবস্থা বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।