Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী মাঠে আছি, থাকবো-এম এ মতিন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ৩:০৪ পিএম

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও দলের মহাসচিব মাওলানা এম এ মতিন বলেছেন,আওয়ামী লীগ সরকার কোনো ধরনের ষড়যন্ত্র করে ক্ষমতায় গেলেও ক্ষমতার স্বাদ পাবে না। এ দেশের সাধারণ জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে। আনোয়ারা-কর্ণফুলীর মানুষ দুই জমিদার পরিবারের কাছে জিম্মি না থেকে ভাগ্য পরিবর্তনের লক্ষে সমমনা পরিবারের লোক হিসেবে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। তাদের ভয়ে জনগণ মুখ খুলতে পারছে না। দুই জমিদার পরিবারের কাছে নির্ভরশীল হয়ে থাকলে কিছুতেই পরিবর্তন আসবে না। পরিবর্তনের লক্ষে নির্বাচনী মাঠে আছি, শেষ পর্যন্ত থাকবো। শুক্রবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসাইন,উপদেষ্টা মাওলানা এস এম শাহজাহান,নাছির উদ্দিন ছিদ্দিকী,মুফতি শাকের আহমদ চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক ডিআইএম জাহাঙ্গীর আলম,উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা বদরুজ্জামান নঈমী,সহ সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী ও সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম মুন্সি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ