Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-২ আসনে কালিন্দী ইউনিয়নে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান আমান অমির গনসংযোগে মানুষের ঢল

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ২:১৫ পিএম | আপডেট : ২:২৭ পিএম, ১৪ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-২ আসনের কেরানীগঞ্জের কালিন্দীতে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির গনসংযোগেও মানুষের ঢল নামে। আজ শুক্রবার(১৪ডিসেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের খোলামোড়া এলাকা থেকে বিএনপির তরুন প্রার্থী ইরফান ইবনে আমান অমি ব্যাপক সংখ্যক বিএনপি নেতা-কর্মী নিয়ে তার নির্বাচনী গনসংযোগ শুরু করেন। মুহুর্থের মধ্যেই সেখানে মানুষের ঢল নামে। প্রথমে সে তার গাড়িতে থাকলেও পরে গাড়ি থেকে নেমে জিয়ানগর পর্যন্ত পায়ে হেটে রাস্তার দুইপাশের দোকানদার, গ্রামবাসী ও সাধারন সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরন করেন। পরে তিনি ব্রাম্মনকির্তা ও নেকরোজবাগ এলাকায় আসেন । এসময় তিনি এলাকাবাসীদের হাত উঠিয়ে সালাম বিনিময় করেন ও শওভেচ্ছা জানান। পরে তিনি এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। এসময় তিনি বলেন, নেকরোজবাগ থেকে খোলামোড়া পর্যন্ত খাল ভরাট করে আমার বাবা আমান উল্লাহ আমান রাস্তা তৈরী করে দিয়েছেন। রাস্তাটি নির্মিত হওয়ায় এলাকাবাসীদের যোগাযোগের অনেক সুবিধা হয়েছে এবং রাস্তার দুইপাশে অনেক মার্কেট ও দোকা-পাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়া এলাকায় মানুষের ঘরেঘরে গ্যাস দিয়েছেন। আওয়ামীলীূগ সরকারের ১০বছরে কোন গ্যাস সরবরাহ করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসলে আবার আপনাদের রান্নার জন্য গ্যাস দেয়া হবে। তিনি আরো বলেন, আ’মীলীগের নেতা-কর্মী ও পুলিশ প্রশাসন বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এসব হামলা-মামলার হুমকিদুমকী উপক্ষো করে সবাইকে ৩০ডিসেম্বর ভোট কেন্দ্রে এসে ধানের শীষে ভোট দেয়ার জন্য সবাইকে আহবান জানান। পরে সেখান থেকে তিনি মাদারীপুর, কালিন্দী, বরিশুর, মুসলিমবাগ ,ভাংনা ও চড়াইল এলাকায় এসে গনসংযোগ সমাপ্তি করেন। এসময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারন সম্পাদক হাসমত উল্লাহ নবী,বিএনপি নেতা হাজী মোঃ খোরশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম,ঢাকা জেলা যুবদলের আহবায়ক রেজাউল কবীর পল, যুগ্ন আহবায়ক ভিপি নাজিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান রিপন,মডেল থানা ছাত্রদলের সহসভাপতি মোঃ উজ্জল আহমেদ, সাধারন সম্পাদক মোঃ রুবেল, মডেল থানা মহিলাদলের নেত্রী রাজিয়া সুলতানা, কৃষকদলে সাধার সম্পাদক মোঃ ইসমাইল ও মডল থানা জাসাসের সভাপতি মোঃ সোহানুর রহমান সোহেল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ