Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুর-২ আসন লড়াই হবে ধানের শীষ ও লাঙ্গলে

হারুনুর রশিদ রায়পুর (লক্ষীপুরপুর) থেকে | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

২৭৫ লক্ষীপুরপুর-২ (রায়পুর ও লক্ষীপুরপুরের আংশিক নিয়ে গঠিত) আসনে লড়াই হবে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া ও মহাজোট প্রার্থী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের বর্তমান এমপি মো. নোমানের সাথে। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, মহাজোট ও ২০ দলীয় জোট প্রার্থী মো. নোমান ও আবুল খায়ের ভ‚ঁইয়ার কর্মী সমর্থকরা যেভাবে মাঠ চষে বেড়াচ্ছে। এতে দুই প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটারদের ধারণা। উল্লেখ্য লক্ষীপুরপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৫ শত ৯২। এ বিপুল সংখ্যক ভোটারের মন জয়ে প্রার্থী এবং প্রার্থীর কর্মীরা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকসহ ভোটারদের কাছে ভোট চাচ্ছেন; এ আসন বিএনপি অধ্যুষিত হলেও দীর্ঘ ১০ বছর মাঠে ময়দানে না থাকলেও লড়াই হবে ধানের শীষ প্রতীকের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া এবং মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের ও বর্তমান এমপি মোঃ নোমানের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ