Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পটিয়ায় একমঞ্চে বিএনপি নেতারা

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পটিয়ায় বিভেদ ভুলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও পটিয়ার সাবেক এমপি গাজী মো: শাহজাহান জুয়েল ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির নেতাকর্মীরা ঐক্য মঞ্চে ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামকে বিজয়ী করার প্রতিশ্রূতি দেন। পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত ঐক্য সমাবেশে বক্তব্য রেখেছেন পটিয়ার দুইবারের সাবেক সংসদ সদস্য গাজী মো: শাহজাহান জুয়েল। ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ- অর্থ বিষয়ক সম্পাদক মুরশেদুল শফি হিরু, মঈনুল আলম ছোটন, পটিয়া পৌরসভার সাবেক কমিশনার মোঃ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী, যুবদল নেতা জসিম উদ্দিন, জেলা যুবদল যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মোকাম্মেল হক, পটিয়া বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপিসাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান জুয়েল বলেন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ছাড়াও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনের লক্ষ্য নিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দক্ষিণ চট্টগ্রামের বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত পটিয়াতে যদি ভোট ডাকাতি না হয় তাহলে পটিয়ায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ