Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে নৌকা-ধানের জমজমাট প্রচারণা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নির্বাচন মানে ক্ষণে ক্ষণে উত্তেজনা আলোচনা সমালোচনা চুলচেরা বিশ্লেষণ, নির্বাচন মানেই চায়ের কাপে ঝড়। জাতীয় নির্বাচন হলেই তো কথায় নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর সারা দেশের মত মীরসরাইতেও দেশের দুই প্রধান দল আওয়ামীলীগ ও বিএনপি নৌকা ও ধানের শীষ প্রতিকের জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। ২৭৮ (চট্টগ্রাম-১) আসনটিতে এই দুই দলেই হাড্ডাহাডি লড়াইয়ের ইতিহাস জাতীয় পর্যায়ে ১৯৯১ সালের পর থেকে দুই বৈরী দল আ’লীগ ও বিএনপি মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্ধীতার মত মীরসরাইয়েও। প্রতীক বরাদ্ধের পর থেকে এখানে নির্বাচনী উত্তাপ বেশ জমে উঠেছে ইতিমধ্যে। এবার চট্টগ্রাম ১ আসন থেকে ৩৬জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছে। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্ধের পর এখানে সর্বশেষ প্রতিদ্বন্ধী প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত উক্ত প্রার্থীগন যথাক্রমে আওয়ামীলীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ( নৌকা), গনফোরামের নুর উদ্দিন আহমদ (উদীয়মান সূর্য), বিএনপির নুরুল আমিন ( ধানের শীষ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আব্দুল মান্নান ( চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ শামছুদ্দিন ( হাতপাখা) ও বাংলাদেশ মুসলিম লীগ এর শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ( হাত পাঞ্জা)।
উক্ত প্রার্থীগনের মধ্যে এখানে মূলত লড়াই হবে নৌকা আর ধানের শীষে। চির প্রতিদ্ধন্ধি এই দুই প্রতীকের ভোটারদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আলোচনার ঝড় বইতে শুরু করেছে। প্রার্থীরা এখন আর কেউ বসে নেই। নৌকা প্রতীকের প্রার্থী গৃহায়ন ও গপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাঁর স্ত্রী ও পুত্র কন্যাগন সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ইতিমধ্যে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সকল ওয়ার্ড ও গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইতে চষে বেড়াচ্ছেন। প্রতিটি ভোটারের মন জয় করার চেষ্টা করছেন। এই বিষয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে মাঠে নামা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন বলেন মীরসরাই উপজেলা এখন উন্নয়নের এক নতুন স্বর্গরাজ্যের পথে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থী মন্ত্রী মোশাররফ ভাই ভোটারদের কাছে যাবার সাথে সাথে ভোটাররা নিজেরাই অবলীলায় বলছে আমাদের সন্তানদের উজ্জ্বল আগামীদিনের জন্য আপনাকেই প্রয়োজন। তবু ও আমরা গনতন্ত্রে বিশ্বাসী বলে দেশের প্রতিটি নাগরিক এর কাছে সম্মানের সাথে আমরা উন্নয়ন ও শান্তির লক্ষ্যে ভোট প্রার্থনা করছি। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন আমরা আশা করছি মীরসরাই উপজেলার সর্বস্তরের মানুষ সম্ভাবনাময় মীরসরাইয়ের উন্নয়নের পক্ষে রায় দিবে এবং আমাদের প্রার্থী চট্টগ্রামের অভিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবারের নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন আমাদের নেত্রী গনতান্ত্রিক ভাবে বিজয়ে বিশ্বাসি, আর তাই আমরা জনগনের রায় নিয়েই আবার সরকার প্রতিষ্ঠা করতে চাই। মীরসরাইবাসী আমার অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন করবেন এই বিশ্বাস আছে আমার। তবু ও আমি গনতন্ত্র র্চ্চায় সকলের কাছে উন্নয়নের লক্ষ্যে ভোট চাইছি।
অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান ও তার পক্ষের নেতাকর্মীদের গত বুধবার ( ১২ ডিসেম্বর) অবধি এখনো মাঠে দৃশ্যমান দেখা না গেলে ও তিনি বলেন আজ থেকে আমরা ও নির্বাচনী প্রচারনা শুরু করেছি। তবে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ ও করেন তিনি। তিনি আরো বলেন, দেশে গুম, খুন, ব্যাংকের অর্থ পাচার, হল মার্ক কেলেংকারী, শেয়ার বাজার লুট, নিয়ন্ত্রিত মিড়িয়া, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার প্রতিবাদে ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা নির্বাচনে অংশগ্রহন করেছি। আবার বিএনপির মনোনয়ন বঞ্চিতগন ২১ প্রার্থীর কেউ মনোনয়নের পরে তাঁর পক্ষে এক হয়ে এখনো মাঠে দৃশ্যমান নেই কেন জানতে চাইলে তিনি বলেন, সবাই আসবে মাঠে তবে এখনো নির্বাচনী পরিবেশ পাচ্ছি না। তবে এই বিষয়ে মনোনন বঞ্চিত সাবেক চট্টগ্রাম চেম্বার সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থী এখনো আমাদের আহ্বান করেন নি। এখন তিনি প্রয়োজন মনে না করলে আমরা আসবো কিনা ভাবতে হবে। আবার মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন ও মুক্তিযোদ্ধাদলের নেতা মনিরুল ইসলাম ইউসুফ বলেন, মনোনয়ন প্রাপ্ত নুরুল আমিন ডাকুক বা না ডাকুক কেন্দ্রের নির্দেশে নেত্রীর মুক্তির লক্ষ্যে অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্তির পথ দেখাতে আমরা ধানের শীষের জন্য এখন থেকে মাঠে এক হয়ে কাজ করবো। এখন থেকে সকল ভোটারদের কাছে যাওয়া শুরু করেছি আমরাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ