Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের আগের দিন থেকে কেন্দ্র পাহারা দিন

নির্বাচনী গণসংযোগকালে কাজী নাজমুল হোসেন তাপস

আশুগঞ্জ (ব্রাক্ষণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ব্রাক্ষণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের কাজী নাজমুল হোসেন তাপস তার বাবা চারবারের সংসদ সদস্য মরহুম কাজী আনোয়ার হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। 

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভয়ভীতির ঊর্ধ্বে ওঠে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নবীনগর উপজেলাবাসীকে শুধু ভোটের দিন নয়, ভোটের আগের দিন থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
এ ছাড়া গত ১২ ডিসেম্বর বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সার্জেন্ট মজিবুর রহমান মিলনায়তনে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার নির্বাচন ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। তাই কোনো ধরনের হুমকি এলে জনগণকে সক্রিয় ও ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষের কোনো ধরনের উসকানিমূলক ফাঁদে পা না দিয়ে, মাথা ঠান্ডা রেখে, ধৈর্যের সাথে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা মফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপিরসহ সভাপতি ও পৌরমেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আবু ছায়েদ, পৌর বিএনপিসাধারণ সম্পাদক হাজী সাহাবুদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম, বিএনপি নেতা ফারুক আহাম্মেদ, মামুনুর রশিদ, মোহাম্মদ কামাল উদ্দিন, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল বাকী ও ফারুক হোসেন ফালুসহ বিএনপির অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ