Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসা দিবসে সিঁথির নতুন দুই মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

আগামী ভালবাসা দিবসে প্রকাশিত হবে সঙ্গীতশিল্পী সিঁথি সাহার নতুন দুই গানের মিউজিক ভিডিও। সম্প্র। দুটি গান হচ্ছে ‘তুমি নেই’ ও ‘দৃষ্টি’। গান দুটি লিখেছেন জন এবং সুর করেছেন সায়ীদ, সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অমিত চ্যাটার্জি। এরইমধ্যে এই দুটো গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সিঁথি সাহা বলেন, ‘নতুন দুই গান নিয়ে আমি অনেক আশাবাদী। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন সবার মন ছুঁেয় যাবে। তাছাড়া এখন যেহেতু মিউজিক ভিডিও একটি বড় বিষয়, তাই সেই ভাবনা থেকে মিউজিক ভিডিও বেশ ভালোভাবেই নির্মাণ করা হয়েছে।’ সিঁথি সাহা জানান, তার ইচ্ছা আগামী বছরের ভালোবাসা দিবসে গান দুটি প্রকাশ করবেন। তবে কোন ব্যানার থেকে গান দুটি প্রকাশ পাবে তা এখনও ঠিক হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ