প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ডিয়েডেরিক ভ্যান রয়জেন পরিচালিত হরর ফিল্ম ‘দ্য পজেশন অফ হ্যানা গ্রেস’। ‘ডেলাইট’ (২০১৩), ‘টেপড’ (২০১২), ‘স্টেলা’জ উরলগ’ (২০০৯), এবং ‘বলিউড হিরো’ (২০০৯) রয়জেন পরিচালিত চলচ্চিত্র; তিনি এছাড়াও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য এবং টিভি ফিল্ম পরিচালনা করেছেন
একসময় পুলিশ বাহিনীর সদস্য ছিল মেগান রিড (শে মিচেল)। নতুন চাকরিতে তাকে একটি হাসপাতালের মর্গে ডিউটি দেয়া হয়। অবিলম্বে সেখানে একটি বিকৃত মৃতদেহ এসে পৌঁছে। এক সহকর্মী জানায় লাশটি হ্যানা গ্রেস নামের এক তরুণীর। তার ওপর অশুভ শক্তির প্রভাব ছিল তাই তার পরিবারের সদস্যরা তার ওপর অসম্পূর্ণ এক্সরসিজম করিয়েছিল। সহকর্মীটি জানায়। প্রক্রিয়াটি সম্পূর্ণ না করলে অশুভ শক্তি মৃতদেহের ওপর স্থায়ী অবস্থান নেয়। লাশটির সঙ্গে একাকী থাকার সময় মেগান সব ভয়ানক দৃশ্য দেখতে পায়। তাতে তার বিশ।বাস জন্মায় যে সহকর্মীটি হয়তো ঠিকই বলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।