বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ঘরে বাইরে কোথাও আমরা নিরাপদ নই। খুন, গুম, ধর্ষণের পাশাপাশি দেশের গণতন্ত্র আজ বিপন্ন। শিশুদের শিক্ষা ব্যবস্থা আর আইনের শাসন আজ প্রশ্নবিদ্ধ। সবখানে নৈরাজ্য-অরাজকতা। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে উইমেন জার্নালিস্টস ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মহান বিজয় দিবসের বার্তা এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেয়ার প্রয়াস হিসেবে ‘আমরা বিজয়ী শিশু’ শিরোনামে এর আগে ছবি আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুলের তিনটি বিভাগে মোট ১০৩ জন প্রতিযোগীর প্রতিযোগিতায় অংশ নেয়।
সভায় সভাপতিত্ব করেন উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমীন রিনভী। বক্তব্য রাখেন চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, ফরিদা ইয়াসমিন, নাসিমুন আরা হক মিনু, মাহমুদা চৌধুরী প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।