বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-৫ আসনে আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থী হিসেবে রয়েছেন তিনবারের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। অন্যদিকে, বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবী লড়ছেন ধানের শীষ নিয়ে।
মূলত হাবিবুর রহমান মোল্লার নৌকা এবং নবীউল্লাহ নবীর ধানের শীষের মধ্যে হবে তুমুল লড়াই। এ লক্ষ্যে দুই প্রার্থী ইতোমধ্যে নির্বাচনী গণসংযোগও শুরু করেছেন। গত মঙ্গলবার বিকেলে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগরে পারিবারিক কবরস্থান জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন নবীউল্লাহ নবী। এছাড়া গতকাল বুধবার বিকেলে মাতুয়াইলের মৃধা বাড়িতে এক কর্মীসভা ও মতবিনিময় সভার আয়োজনের মাধ্যমে প্রচারকাজ শুরু করেন তিনি। এ সময় দীর্ঘদিন পর এ এলাকায় বিএনপির রাজনীতিতে বাঁধভাঙা উচ্ছ্বাস ও জোয়ার লক্ষ্য করা গেছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে ধানের শীষের নির্বাচনী প্রচার জমে ওঠে। নবীউল্লাহ নবী বলেন, আমি তৃণমূলের রাজনীতি করি। এলাকার মানুষ আমাকে চেনে-জানে। এবার তারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে।
ঢাকা-৫ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ৩১ হাজার ৫৯২ এবং নারীভোটার ২ লাখ ১৯ হাজার ১৩৩। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।