Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা-১ বিএনপি প্রার্থী কারাবন্দি সইমহুরি নকল পাচ্ছে না

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

বিধি মোতাবেক কোর্ট ফি প্রদান করেও আদালত থেকে নকল পাচ্ছেন না মাগুরা -১ আসনের কারাবন্ধী বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান। ফলে তার আইনজীবিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করতে পারছেন না। ঘটনাটি ঘটেছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে।
জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসের ২৯ তারিখে অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন নাশকতা মামলা নং ৩২৭/২০১৫ তে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের আবেদন করেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান। বিজ্ঞ জজ জামিনের শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সাথে সাথেই মনোয়ার হোসেন খানের আইনজীবি সাহেদ হাসান টগর উচ্চ আদালতে জামিনের আবেদন করার জন্য ওই দিনের আদেশের সইমহুরী নকল চেয়ে ( আর্জেন্ড) ২৮ টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ