Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুরে ধানের শীষের পক্ষে এ্যানির শোডাউন

লক্ষীপুর আঞ্চলিক অফিস : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৩ এএম

লক্ষীপুর-৩ সদর আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ধানের শীষ প্রতীকের সমর্থনে শোডাউন বের করে। গতকাল বুধবার বিকেলে আর্দশ সামাদ একাডেমী মাঠ থেকে এ শোডাউন বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট স্কুলের সামনে গিয়ে শেষ হয়। গত ১০ বছরের মধ্যে এই প্রথম হাজার হাজার নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল এই শোডাউনে। মিছিলের নেতৃত্বে দেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মিছিল শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাবে না। এ মিছিল প্রমান করে বিজয় আমাদের সুনিশ্চিত। যতরকম ষড়যন্ত্রই করুণ না কেন কোন লাভ হবেনা। জনগণ সঠিকভাবে রায় দিবেন বলে জানান তিনি। এর আগে সোনামিয়া ঈদগা মাঠে জেলা যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েলসহ ৫ নেতাকর্মীর মৃত্যুবাষির্কী পালন করা হয়। প্রসঙ্গত; ২০১৩ সালে ১২ ডিসেম্বর সকালে বিএনপির মিছিলে আইনশৃংখলা বাহিনীর গুলিতে তারা নিহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ