Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইডিয়ট লিখলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গুগলের ইমেজ অপশনে ‘ইডিয়ট’ শব্দটি লিখে সার্চ করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি কেন আসে- বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন একজন মার্কিন কংগ্রেসওমেন। গুগলের সার্চ অ্যালগরিদম কীভাবে কাজ করে, তা বুঝতে খোদ সার্চ ইঞ্জিন ওয়েবসাইট গুগলের সিইও সুন্দর পিচাইকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান জো লফগ্রেন জিজ্ঞেস করেন, ‘সার্চ অপশনটি কীভাবে কাজ করে যে সব সময়ই এমনটি ঘটে?’ গোপনীয়তা ব্যাহত করে তথ্য সংগ্রহ সম্পর্কিত এক শুনানিতে স্থানীয় সময় বুধবার এমন প্রশ্নের সম্মুখীন হন। জো লফগ্রেন কংগ্রেসের বক্তৃতামঞ্চে দাঁড়িয়ে ‘ইডিয়ট’ লিখে সার্চ দিয়ে দেখান যে সেখানে ট্রাম্পের বেশ কয়েকটি ছবি চলে আসে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ