বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তমিজউদ্দিন নির্বাচনে অংশ নিতে পারবেন। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ফলে তার প্রার্থীতার ক্ষেত্রে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তমিজউদ্দিনের করা আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকী এ স্থগিতাদেশ দিয়ে কাল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।
আদালতে তমিজ উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকি। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত বেঞ্চ তমিজ উদ্দিনের প্রার্থীতা স্থগিত করেন। এর আগে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই আসনের আওয়ামী লীগের প্রার্থী বেনজীর আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।