Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলীয় নেতাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহর প্রচারণা শুরু

মোহাম্মদ নিজাম উদ্দিন ছাগলনাইয়া থেকে | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ৩:১৬ পিএম

ফেনী -১ (পরশুরাম -ফুলগাজী -ছাগলনাইয়া) স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ এলাকার জনসাধারণ নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন দলীয় নেতাদের কবর জিয়ারতের মধ্যে দিয়ে স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ তাঁর নির্বাচনী আপেল মার্কার প্রচার-প্রচারণা শুরু করেছেন। ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ গতকাল বুধবার সকাল থেকে এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে এলাকার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি সর্বস্তরের ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের সাথে এলাকার মানুষের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেখ আবদুল্লাহ জানান, আমি আপনাদের এই এলাকার সন্তান আমি শুধু আপনাদের সেবা করার উদ্দেশ্যে নিজেকে সদা সর্বদা নিয়োজিত রাখতে চাই, ইতিমধ্যে আপনাদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করার সুযোগ পেয়েছি।আমি চাই এলাকায় গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাট পুল-কালভার্ট সংস্কারের মধ্য দিয়ে ফেনী-১ নির্বাচনী এলাকা ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া কে একটি আধুনিক সংসদীয় আসন হিসেবে রূপ দিয়ে বিশ্বের কাছে পরিচিত করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা ও দোয়া করবেন এটাই আমার একমাত্র চাওয়া ও পাওয়া। তিনি আরো বলেন, ফেনী-১ আসনকে একটি মাদকমুক্ত, মডেল ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলবো। আপনারা যে ভাবে আমার পাশে আছেন, আশাকরি ৩০ তারিখে আমাকে বিজয়ী করে বিজয় মালা পড়াবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ