Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি গোটা দেশে ২৫টি আসনে বিজয়ী হতে পারবে কি-না সন্দেহ আছে -এমপি খালিদ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ৩:০১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এম,পি বলেছেন, বিএনপি একটি জন বিচ্ছিন্ন দল। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে তাঁরা বিএনপি গোটা দেশে ২৫টি আসনে বিজয়ী হতে পারবে কি-না সন্দেহ আছে। বিএনপি’র নেতা-কর্মীদের মিথ্যা বাণী এদেশের মানুষ আর শুনতে চায়না। তাঁরা মনোনয়ন পত্র বিক্রির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরাই দ্বন্দে জড়িয়ে পড়েছে। বিএনপি’র নেতা-কর্মী নিজেরাই এখন শ্লোগান দিচ্ছে, টাকা গেল লন্ডনে, হামলা কেন গুলশান ও পল্টনে। তিনি তাঁর নৌকা প্রতিকে ভোট চেয়ে জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিলে আমি আগামী ৫ বছর আপনাদের দায়িত্ব স্বচারু রুপে পালন করব। আওয়ামীলীগ সরকার, উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার প্রতি জনগনের ভালবাসা ও আস্থা আছে। জনগনের রায় নিয়ে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। এই আওয়ামীলীগ সরকারের নের্তৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজারে ও চৌরঙ্গী বাজারে নৌকা মার্কার পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি আলহাজ্ব এম, আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও বিরল পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও যুগ্ম সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ স্থানীয় আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।



 

Show all comments
  • Nannu chowhan ১২ ডিসেম্বর, ২০১৮, ৩:১৪ পিএম says : 0
    Keno vote dakati kore BNP ke lok dekhanor jonno 25ta ashon deben naki? AR TATO EAKHONOY JONGON DEKHTESE HAMLA MAMLA DHOR PAKOR ELAKA THEKE BITARON KORE APNARA JE TANDOB DEKHACHSEN...
    Total Reply(0) Reply
  • রুবেল ১২ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৩ পিএম says : 0
    কোন,কোন আসন পাবে আগেই ঘোষণা করে দিন আর নির্বাচন করার কি দরকার ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ