Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে ঐক্যফ্রন্ট প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:৪৮ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরামের নির্বাচনী প্রচারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনপি নেতাদের অভিযোগ ক্ষমতাসীন দলের এমপি সমর্থিত লোকজন এ হামলা চালিয়েছে। এ ঘটনায় কেউ আহত না হলেও প্রচারসামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন আকরামের সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে বন্দরের মদনগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়েছে বলে এসএম আকরাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই সকাল থেকে আমার নির্বাচনী প্রচারকাজ চলছে। আমি নিজেও কয়েকটি স্থানে গণসংযোগ করে এসেছি। বিকেল সাড়ে ৪টা নাগাদ আমার প্রচারকাজে ব্যবহৃত একটি মাইক মদনগঞ্জ এলাকায় প্রবেশ করলে কয়েকজন দুর্বৃত্ত আমার মাইকের সঙ্গে থাকা কর্মীকে মারধর করে। এ সময় মাইক ভেঙে ফেলে তারা। তাদের আমরা শনাক্ত করতে না পারলেও ধারণা করা হচ্ছে এটা ক্ষমতাসীন এমপির সমর্থকদের কাজ। এ ঘটনায় আমি কেনো মামলা বা অভিযোগ দায়ের না করলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ