বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে মহাজোট প্রার্থী অধ্যাপক নূরুল ইসলাম মিলন এমপি বলেছেন, আমরা মহাজোটে আছি। লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছি। পূর্বেও আমি লাঙ্গল প্রতীক নিয়ে এমপি হয়েছি। বরুড়ার উন্নয়নে আমার ভূমিকা চোখে পড়ার মতো। আমি সকলের সহযোগিতা চাই। আপনাদের দোয়া ও ভোট চাই। গতকাল বিকেল বেলা বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার মাঠে নির্বাচনী কর্মী সভায় এ কথাগুলো বলেন। সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আবু হানিফ, আক্তার হোসেন, বাপ্পি প্রমুখ। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন গত সোমবার রাতে বরুড়া প্রেসক্লাবে বরুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরুড়ার সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা আশা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।