Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর জেনারেল (অব.) ইব্রাহীম ও ব্যারিস্টার আনিসের গণসংযোগ

চট্টগ্রাম-৫

হাটহাজারী উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম (বীর প্রতীক) ধানের শীষ নিয়ে গতকাল মঙ্গলবার সকালের দিকে তার নিজ গ্রামের বাড়ি বুড়িশ্চর এলাকা থেকে আনুষ্ঠানিক ভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির শীর্ষ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নাঙ্গল প্রতীক নিয়ে নিজ গ্রামের বাড়ি গুমানর্মদন এলাকা থেকে নির্বাচনী প্রচারণার যাত্রা সূচনা করেন। শুরু হয়েছে উভয় প্রার্থীর মধ্যে ভোটারদের ঘরে ঘরে দৌড়ের প্রতিযোগিতা।
এদিকে গতকাল প্রচারণার প্রথম দিনেই মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম এর ধানের শীষের সমর্থনে ভোটারদের ঢল নামতে দেখা যায়। ভোটাররা জানান, দীর্ঘ দশ বছর পর জনগন ভোট দেওয়ার সুযোগ হয়েছে। সৎ এবং বিপদ আপদে সহজে যাকে পাই এবং উন্নয়নের কান্ডারীর মনোবল নিয়ে যিনি আসে তাকে ভোট প্রদান করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ