বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর-বিজয়নগর আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনকে প্রত্যাহার চেয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, বিজয়নগর থানার পুলিশ বিএনপির দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানি করছেন। পুলিশের ভ‚মিকা ক্ষমতাসীন দলের কর্মীদের মত উল্লেখ করে তিনি ওসি নবীর হোসেনকে প্রত্যাহার দাবি করেন। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একজন বৃদ্ধকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে কোন মামলা ছিলনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।