রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুর-৩ আসনটি সদরের ভাওয়ালগড়, পিরুজআলী ও মির্জাপুর এবং শ্রীপুরের ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন মোট ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাজীপুর-৩ আসন। আসনটিতে বিগত ৬টি সংসদ নির্বাচনে এড. রহমত আলী আ.লীগ থেকে বিজয়ী হন। একদশ জাতীয় সংসদ নির্বাচনে বার্ধক্য জনিত কারণে মনোনয়ন পাননি। তার ছেলে এড. জামিল হাসান দূর্জয়, ইকবাল হোসেন সবুজসহ আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ মূহুর্তে ইকবাল হোসেন সবুজ আ.লীগ থেকে মনোনয়ন পেয়ে আগে থেকেই নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করে দিয়েছেন। অপরপক্ষে, বিএনপি থেকে পীরজাদা আলহাজ এস.এম রুহুল আমিন, অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, শাহজাহান ফকিরসহ বেশ কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থী হন। কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিক মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এই আসনে ২২০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৪শত। দুই জোটেরই মনোনয়ন বঞ্চিতদের প্রকাশ্যে ক্ষোভ না থাকলেও ভেতরে ভেতরে ক্ষোভ পুঞ্জিভূত হচ্ছে। তবে এই ক্ষোভ বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না। সবাই যার যার শিবিরে ফিরে যাবে। আ.লীগের প্রার্থী ইকবাল হোসেন সবুজ প্রতীক বরাদ্দের আগেই প্রত্যেক ইউনিয়নে প্রতিটি কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রচারনা একবার করে প্রায় শেষ পর্যায়। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী ইকবাল সিদ্দিকী প্রতীক বরাদ্দের আগে মাঠে উঠতে পারেনি। বারবার চেষ্টা করেও পুলিশের হয়রানীর কারণে নির্বাচনী মাঠে আসতে পারেনি। প্রতীক বরাদ্দের পর ১১ ডিসেম্বর গতকাল মঙ্গলবার শ্রীপুরস্থ পীরজাদা আলহাজ এস.এম রুহুল আমিনের বাড়ির আঙ্গিনায় কর্মীসভার মাধ্যমে আহ্বান করে নির্বাচনী প্রচারনা শুরু করেন। অনেক দিন পরে নেতাকর্মীরা একত্রিত হতে পারায় অনেক স্বতস্ফুর্ততা দেখা গেছে এবং ধারণার বাইরে অতিরিক্ত নেতাকর্মী সমাগম হয়। সামনে সরকার বা পুলিশের পক্ষ থেকে কোন রকম নির্যাতন বা বাঁধার সৃষ্টি না হলে এই আসনটি ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও ধানের শীষ প্রতীকের কারণে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ধারনা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।