Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে রেলমন্ত্রীর নির্বাচনী সমাবেশ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চৌদ্দগ্রামে আ.লীগের প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে চৌদ্দগ্রাম সরকারি এইজ জে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আ.লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হারুন অর রশীদ, সাবেক কুমিল্লা জেলা প্রশাসক আলহাজ ওমর ফারুক, উপজেলা আ.লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সোহেল হায়দার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, জেলা আ.লীগ নেতা শামছুল আলম মজুমদার, আলী হোসেন, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, মমিনুর রহমান ফটিক, আ.লীগ নেতা জিএম মীর হোসেন, আকতার হোসেন পাটোয়ারী। আ.লীগ নেতা ইদ্রিস মিয়াজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা ভ.ম আফতাবুল ইসলাম ভুঁইয়া, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ