বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা - ১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ভেলুমিয়া বাজারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। এ সময় তিনি বলেন আসন্ন নির্বাচন অংশ গ্রহনমুলক হবে। এই নির্বাচন মুক্তিযুদ্ধের মূল্যবোধের নির্বাচন। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।তিনি আজ ক্ষমতার লোভে নীতি পরিবর্তন করে দল পরিবর্তন করেছে। আজ সেই কামাল যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়েছে। ড. কামাল হোসেনের ধানের শীষ যুদ্ধাপরাধী জামাতেরও ধানের শীষ।আমি তাদের ধিক্কার জানাই। ক্ষমতা বড় নয়, এমপি বড় নয় আমার কাছে আত্ম মর্যাদাই বড়, নীতি আদর্শই বড়। এ সময় তিনি আরও বলেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন গোলাম নবী আলমগীর। যিনি তার নিজের কোন কাজের জন্য আমাকে ফোন করে আমি করে দেই। যে নিজের কাজ নিজে করতে পারে না সে মানুষের কাজ করবেন কি করে। তিনি আমার ভাগ্নে মনিরের কাছে পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে গেছেন।সে হয়েছেন এমপি প্রার্থী। আমার মনে হয় সে এমপি প্রার্থী না হলে বেশী খুশি হতেন।শুনেছি পার্থ এখানে প্রার্থী হবেন সেও পালিয়ে গিয়েছে। তিনি বলেন আমরা যে উন্নয়ন মূলক কাজ করেছি তাতে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা। আগামী নির্বাচনে আমাকে ভোট দিবেন। এ সময় তিনি বলেন আমরা অআপনাদের সারা বছর দেই আর আপনারা আমাকে একদিন দিবেন। আপনারা আমার থাকবেন আমি আপনাদের থাকব।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আঃ'লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু,সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা আঃ'লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপস্থিত ছিলেন, উপজেলা অা'লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ,ব্রাদার্স নেভিগিয়েশনের পরিচালক মোঃ ছালাউদ্দিন মিয়া, ভোলা চেম্বার্সের পরিচালক ও জেলা আঃ'লীগ ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সফি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।