বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তফসিল ঘোষণার পরও গ্রেফতার, নেতাকর্মীদের বাড়ীতে পুলিশী তল্লাশির নামে হয়রানি, বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সেনবাগ দক্ষিণ বাজার উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, তফসিল ঘোষণার পর ২৩ দলের শরিক জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে ও বিনা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে ২৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ২০১৬ সালের সোনাইমুড়ীতে একটি হত্যা মামলায় ৬৭ জন নেতাকর্মীকে আসামী ও কাবিলপুর ইউপির ইয়ারপুরে সরকার দলীয় নেতা কর্মীরা নিজেদের মধ্যে মারামারি করে স্থানীয় চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার’সহ ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করে। তিনি এসব ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন ফারুক বলেন, এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে লিখিত ও মৌখিক অভিযোগ করেও কোন সমাধান পাওয়া যায়নি।
এসময় উপস্থিত ছিলেন, সেরবাগ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সেক্রেটারি মোক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো হানিফ, পৌর জামায়াতের সহ-সভাপতি সাবেক কমিশনার ফজলুল হক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।