Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর-৫ আসনে ভোটের লড়াইয়ে জেলার দুই প্রধান নেতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৩:৪১ পিএম

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে ভোটের লড়াইয়ে আওয়ামীলীগ ও বিএনপির দিনাজপুর জেলার দুই প্রধান নেতা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন।
ক্ষমতাসীন দল আওয়ামীলীগের ৭মবারের ন্যায় মনোনীত হয়েছেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ম বারেও মনোনয়ন পেয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সফল আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সাবেক সাংসদ)এজেডএম রেজওয়ানুর হক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এই আসনে দুই জনকে দলিয় মনোনয়ন দিলেও, গত শুক্রবার বিকালে চূড়ান্ত তালিকায় এজেড এম রেজওয়ানুল হককে দলিয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে কেন্দ্র।
এদিকে বিএনপির চূড়ান্ত তালিকায় এজেডএম রেজওয়ানুর হককে মনোনীত করায়, বিএনপির নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ফুলবাড়ী উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন বলছেন, ১০ বছর পর জনগণ ভোট দেয়ার সুযোগ পেয়েছে, জনগণ তাদের ভোটের অধিকার ও গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপিকে ভোট দিবে, এতে তাদের বিজয় সুনিশ্চিত। তবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলছেন এই অঞ্চলের মাটি মানুষের নেতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তাকে আবারো ভোট দিয়ে ৭ম বারের ন্যায় নির্বাচিত করবে জনগণ।
আওয়ামীলীগ বিএনপি ছাড়াও এই আসনে এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে মাঠে আছেন আরও ৪জন, এরা হলেন। জাতীয় পাটি (এরশাদ) এর মনোনীত প্রার্থী সোলায়মান সামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী মওঃ মতিউর রহমান, ন্যাশনাল পিপলস পাটি মনোনীত প্রার্থী শওকত আলী,বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী শফিকুল ইসলাম ।
এদিকে সরকার দলীয় আওয়ামীলীগ প্রার্থী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় গণ-সংযোগ ও পথসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেও একদিন পর মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন বিএনপি প্রার্থী।
এবার আওয়ামীলীগ প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন তার দুই মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা,অপরদিকে বিএনপি প্রার্থী তার দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের নিয়েই মাঠে থাকছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ