বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি গণসংযোগ করেছেন।দলীয় প্রতীক পাওয়ার পর আজ মঙ্গলবার(১১ডিসেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে তিনি এই গণসংযোগে নামেন। বছিলা সেতুর ঘাটারচর এলাকা থেকে এই গণসংযোগ শুরু করা হয় ।এসময় শতশত নেতাকর্মীরা তার সাথে গণসংযোগে যোগ দেন।নেতা-কর্মীদের বিভিন্ন শ্লোগানে এলাকা মুখরিত হয়ে উঠে। বিএনপির তরুণ প্রার্থী আমান উল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে এক নজর দেখার জন্য রাস্তার দুইপাশে শতশত নারী-পুরুষ দাঁড়িয়ে থাকে এবং তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। এসময় তিনি তার বাবা আমান উল্লাহ আমানের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে সাধারণ মানুষসহ সবার কাছে ধানের শীষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগ চলাকালে আটি জয়নগর চৌরাস্তা এলাকায় তিনি এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। এসময় তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন। দেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। মানুষ কথার বলার অধিকার ফিরে পাবে। তিনি আরও বলেন, আমার বাবাই বুড়িগঙ্গা নদীর উপর বছিল সেতু , বাবু বাজার ও ইটা-ভাড়া সেতু নির্মাণ করেন। তিনি হলেন আধুনিক কেরানীগঞ্জের রূপকার। আমি নির্বাচিত হলে আমার বাবার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব। কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু বলেন, আমরা বিগত ১০বছরে পুলিশী বাঁধার কারণে খোলামেলা পরিবেশে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারি নাই । আজকে গণসংযোগ করার সুযোগ পেয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ঢল নেমে গেছে। গণসংযোগটি বছিলা সেতুর ঘাটারচর থেকে শুরু হয়ে আটি জয়নগর, আটি বাজার,শিকারিটোলা, খোলামোড়া ও কোনাখোলা হয়ে রোহিতপুর গিয়ে শেষ হয় ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।