Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার উপস্থাপনায় শর্মিলী আহমেদ

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী আহমেদ তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় এবং বিজ্ঞাপনচিত্রে অসংখ্য কাজ করেছেন। তবে কখনো উপস্থাপনা করেননি। এই প্রথমবারের মতো তিনি উপস্থানায় যুক্ত হলেন। আসছে ‘মা দিবস’ উপলক্ষে নির্মিত বিশেষ একটি অনুষ্ঠান ‘আমার মা আমার পৃথিবী’ উপস্থাপনা করেছেন তিনি। এতে দর্শকপ্রিয় চারজন অভিনেত্রী তাদের সন্তান নিয়ে উপস্থিত থাকবেন। তারা হচ্ছেন ফারজানা চুমকী, রিচি সোলায়মান, দীপা খন্দকার ও আজমেরী হক বাঁধন। তারা নিজেদের অভিনয় জীবন, সংসার জীবন এবং সন্তানদের নিয়ে কথা বলেছেন। শর্মিলী আহমেদ’র উপস্থাপনায় একটি চমৎকার অনুষ্ঠান হয়েছে বলে জানান এই চার অভিনেত্রী। উপস্থাপনা প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে। শুরুতে ভেবেছিলাম হয়তো অনেক কঠিন হবে কাজটি। তবে অনুষ্ঠানের সবাই যেহেতু নাট্যাঙ্গনের তাই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। বিষয়টি অনেক সহজ হয়ে যায়। গল্প আর আড্ডায় সময় কেটে গেছে। মা দিবসে এই অনুষ্ঠানটিতে দর্শক কিছু ম্যাসেজও পাবেন। শর্মিলী আহমেদ জানান, ৮ মে ‘মা দিবস’-এ ‘আমার মা আমার পৃথিবী’ অনুষ্ঠানটি একুশে টিভিতে রাত ১০টায় প্রচার হবে। এদিকে শর্মিলী আহমেদ অভিনীত আবুল হায়াত নির্দেশিত ‘আকাশের ওপারে আকাশ’ , হৃদি হকের ‘বলো শেষের গান’ ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘বাক্সন্দী’ এনটিভিতে, বৈশাখী টিভিতে চন্দন চৌধুরীর ‘সব পাখি ঘরে ফিরে’, এশিয়ান টিভিতে মাইনুল হাসানের ‘হাই সোসাইটি’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার উপস্থাপনায় শর্মিলী আহমেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ