Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নাসিরনগরে প্রতীক পেয়ে রাত থেকেই প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী সৈয়দ একরামুজ্জামান সুখন

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৭ এএম

গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক সংসদীয় আসন-২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে এস এ কে একরামুজ্জামান (সুখন) কে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ায়, ধানের শীষ প্রতীকের পক্ষে নাসিরনগরের সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বিকাল বেলায় প্রথমে উপজেলার কচুয়া দরবার শরীফে সৈয়দ মিরান শাহ তাতারী রহঃ মাজার জিয়ারত শেষে এক জনসভায় উপস্থিত হাজার হাজার জনতাকে ধানের শীষ প্রতীকে তাদের সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানান। পরে রাতে উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার রহঃ এবং পীরে কামেল মোজাদ্দেদে জামান আলহাজ্ব সৈয়দ নাসিরুল হক মাছুম রহঃ মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দীক আল-হোসাইনী দোয়া মোনাজাত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি সাফি মাহমুদ উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক এম এ হান্নান সহ উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ