মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের রাজকীয় বিয়েতে গাইলেন মার্কিন গায়িকা বিয়ন্স। এ মহা-আয়োজনে বলিউডের সুপারস্টার, ক্রিকেট তারকা এমনকি হিলারি ক্লিনটনও এসেছেন। তারকাদের নামের পাশে এবার যোগ হলো বিয়ন্সের নামও।
সম্প্রতি ভারতে কয়েকটি ‘তারকা বিয়ে’ হয়েছে। প্রত্যেকটিতে ছিলো গ্ল্যামার, অপব্যয় আর প্রদর্শনের প্রতিযোগিতা। বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রনবীর সিংয়ের অভিজাত বিয়েতে যোগ দিয়েছিলেন আম্বানি পরিবারের সদস্যরা। আর প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের বিয়েতে ইশা আম্বানি ছিলেন কনের সহচরী। এরপর ইশার বিয়েকে আরও রাজকীয় করে তোলার আয়োজনে মেতেছে আম্বানি পরিবার। ইশা আম্বানির বিয়ের মূল অনুষ্ঠান আগামীকাল বুধবার। তবে বিয়ের নানা আনুষ্ঠানিকতা চলছে সপ্তাহজুড়েই।
এই বিয়েটি ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও গ্ল্যামারপূর্ণ বিয়েগুলোর একটি। বিয়েতে ক্রিকেট তারকা থেকে বলিউড তারকাদের মধ্যে রয়েছেন শচীন টেন্ডুলকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, ক্যাটরিনা কাইফ, আমির খান, সালমান খান, করণ জোহর, বরুণ ধাওয়ান, নবদম্পতি নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া, জাহ্নবি কাপুর, জহির খান ও তার স্ত্রী সাগরিকা, ঐশ্বর্য রায়সহ বচ্চন পরিবারের অনেকেই।
আগামীকাল বুধবার মূল অনুষ্ঠানে অরিজিত সিং ও এ আর রহমানের মতো তারকারা উপস্থিত থাকবেন। আর ওই অনুষ্ঠানে বিশেষ পারফরম্যান্স করবেন প্রিয়াঙ্কা চোপড়া, শাহরুখ খান। আর বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে আম্বানিদের বাড়ি আনতিল্লাতে। আর অতিথিদের জয়পুর থেকে উদয়পুরে আনার জন্য বিশেষ বিমানেরও ব্যবস্থা করা হয়েছে। সূত্র : বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।