Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়ানু

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

পিটার অ্যাটেনসিও পরিচালিত কমেডি ফিল্ম ‘কিয়ানু’। ২০১০ সালের ‘দ্য রিগ’ অ্যাটেনসিওর আরেক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। তিনি এছাড়া চলচ্চিত্রের অন্যান্য বিভাগে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং টেলিভিশন সিরিজ পরিচালনা করেছেন। অ্যাটেনসিও ‘কিয়ানু’র প্রধান দুই তারকাকে নিয়ে ‘কি অ্যান্ড পিল’ নামে ৫৪ পর্বের একটি কমেডি সিরিজ নির্মাণ করেছেন।
মেক্সিকান এক ড্রাগ কার্টেলের সব সদস্যকে হত্যা করার পর কার্টেল বসের বিড়াল ইগলেসিয়াসকে তুলে নেয় দুই আততায়ী অয়েল আর স্মোক। ঘটনাস্থল থেকে বেরিয়ে তারা পুলিশের মুখোমুখি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিড়ালটি পালিয়ে যায়। অলিগলি পেরিয়ে বিড়ালটি এসে পৌঁছে রেল-এর (জর্ডান পিল) দরজায়। সবে তার প্রেমিকা বাতিল করেছে তাই সে জীবনের আর কোনও অর্থ খুঁজে পাচ্ছিল না। বিড়ালটিকে সে বাঁচার উপলক্ষ হিসেবে গ্রহণ করে। নাম রাখে কিয়ানু। কিন্তু কিয়ানুকে নিয়ে তার সুখের দিন অল্পদিন স্থায়ী হয়। এক নির্দয় চোর তাকে চুরি করে নিয়ে যায়। রেল তার বন্ধু এবং জ্ঞাতিভাই ক্ল্যারেন্সকে (কিগান-মাইকেল কি) বিড়ালটি খোঁজার জন্য তার সহকারী হিসেবে নেয়। খোঁজ করতে করতে তারা জানতে পারে চেডার (মেথড ম্যান) নামে এক গ্যাংস্টারের দখলে আছে কিয়ানু। বিড়ালটিকে উদ্ধার করার জন্য তার বিভিন্ন পরিকল্পনা নেয়। শেষ পর্যন্ত তারা গ্যাংস্টার হবার সিদ্ধান্ত নেয়। বোল চাল সব বদলে ফেলে তারা দুজন। কিন্তু গোবেচারা দুজন মানুষ তো আর রাতারাতি দুর্ধর্ষ মানুষে পরিণত হতে পারে না। অল্প কিছু সময় পরই তার বিশাল এক ঝামেলার জালে আটকে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিয়ানু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ