Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা-হামলা করে ভোট আদায় করা যায় না

উঠান বৈঠকে চৌধুরী নায়াবা ইউসুফ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাবেক প্রাদেশীক মন্ত্রী চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার নাতনী ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুযোগ্য কন্যা বিএনপির নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ বলেন, নির্যাতন হামলা-মামলা দিয়ে প্রভাব খাটিয়ে জনগণ থেকে ভোট আদায় করা যায় না। ভোট আদায় করতে হলে জনগণের ঘরে ঘরে গিয়ে আদর ভালোবাসা দিয়ে ভোট আদায় করতে হবে। চৌধুরী নায়াবা ইউসুফ জমিদার বংশের উত্তসুরী হিসেবে পিতার সাথে দীর্ঘ ১০ বছর ধরে রাজনীতিতে নেমেছেন। এখন তিনি ফরিদপুরের প্রতিটি ঘরে ঘরে সুপরিচিত। তিনি আদর ভালোবাসা দিয়ে ফরিদপুরে জনগণের হৃদয় জয় করতে পেরেছেন। গতকাল সোমবার পর্যন্ত ফরিদপুর নির্বাচনী আসন-৩ এর ১২টি ইউনিয়নের এমন কোনো স্থান নেই যে স্থানে তিনি উঠান বৈঠক করেননি। প্রতিটি ইউনিয়নের জনগণের খোঁজখবর নিয়েছেন এবং তার সাথে পিতার জন্য ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন। উল্লেখ্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসন সদরে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ