বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন আপন মামাতো-ফুফাতো দু’ভাই। এ আসনে ২০১৪ সালে নির্বাচিত বর্তমান এমপি ও সাবেক ক্রিকেট তারকা এবং এ আসনের সাবেক এমপি মরহুম অধ্যক্ষ সায়েদুর রহমানের পুত্র এএম নাঈমুর রহমান দুর্জয় এবারেও নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন লাভ করেছেন। অপরদিকে, প্রার্থী বদলের সাময়িক নাটকের পর শেষ মূহূর্তে এসএ জিন্নাহ কবির প্রতীকের লড়াইয়ে ধানের শীষ পেয়েছেন। নৌকা ও ধানের শীষ প্রতীকের এই দু’প্রার্থী সম্পর্কে একে অপরের আপন মামাতো-ফুফাতো ভাই। গতকাল সোমবার প্রতীক পেয়ে উভয়ই কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এদিকে, এ আসনে ২০০৮ সালে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুর হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। মোট ৪ জন প্রার্থী ভোট যুদ্ধে নামলেও মুলত নৌকা, ধানের শীষ ও সিংহ প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা দেখছেন ভোটাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।