Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

জামালপুর জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জামালপুরের মেলান্দহে ঐক্যফন্টের প্রার্থী বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে হযরত শাহ কামাল (রহঃ) এর মাজার জিয়ারত যান। এতে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ১২টায় মেলান্দহ উপজেলার দুরমুঠ বাজার এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে দুরমুঠ বাজার এলাকায় আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। বিএনপির কর্মীরা দাবি করেন তারা বহর নিয়ে মাজারে প্রবেশের সময় পিছন থেকে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। দুরমুঠ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জানান, বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বহর নিয়ে দুরমুঠ এলাকায় প্রবেশ করে। বিনা উস্কানীতে বিএনপির প্রার্থীর বহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর হামলা চালায় বলে তিনি দাবী করেন। এদিকে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমার প্রার্থিতা চূড়ান্ত হবার পর প্রতীক পেয়ে হযরত শাহ্কামাল (রহ.) মাজার শরীফ জিয়ারত করে প্রচারণার সিদ্ধান্ত নেই। মাজারে প্রবেশের পথে পিছন থেকে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে কমপক্ষে ১০জন সমর্থককে আহত করেছে। পরে স্থানীয়দের সহায়তায় মাজার জিয়ারত শেষ করে চলে আসি। এ ব্যাপারে আমি প্রশাসনকে অবহিত করেছি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ