বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লক্ষীপুর -২ আসনে মহাজোটের অন্যতম দল আওয়ামী লীগ বর্তমান এমপি মো: নোমানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান। গত রোববার রাত পোনে ৯টার দিকে রায়পুর শহরস্থ ম্যাক্স কেয়ার হাসপাতাল (প্রাঃ) এর একটি কক্ষে অনির্ধারিত এক কর্মী সমাবেশে এ সমর্থন জানানো হয়। এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লক্ষীপুর- ২ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ আলী খোকন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি ও শামছুল হক পাটওয়ারী বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগ ও দলীয় প্রধানের সম্বলিত চিঠির কথা উল্লেখ করে বলেন, আমরা আওয়ামী লীগ থেকে এ আসনে ১৮জন মনোনয়ন ফরম নিয়েছিলাম কিন্তু দলীয় প্রধানের নির্দেশে আমরা মহাজোট প্রার্থীর ভোট করার জন্য নির্দেশনা দেন। নির্দেশনা মোতাবেক আমরা সকলেই একমত হয়ে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নেতা ও বর্তমান এমপি মো. নোমানের লাঙ্গল প্রতীকে ভোট করার জন্য মাঠে নেমেছি। আমরা সকল দ্বিধাদ্ব›দ্ব ভুলে মহাজোট প্রার্থীকে জয়ী করতে হবে এটি প্রধানমন্ত্রীর নির্দেশ। এসময় রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র হাজী ইসমাইল খোকন ও জেলা আওয়ামী লীগ নেতা এবং সাবেক রায়পুর পৌরসভার মেয়র রফিকুর হায়দার বাবুল পাঠানসহ বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।