Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল কাইয়ূম কাসেমী রবিবার দিবাগত রাত সাড়ে এগারটায় উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক ছেলে পাঁচ মেয়ে ও স্ত্রী রেখে যান। তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। নেতৃবৃন্দ বলেন, তিনি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নেতৃবৃন্দ তার রুহের মাগফিরাত কামনা করে শোক সনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিকেলে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাদিক সালিম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ, মাওলানা আতিক উল্লাহ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল

২২ ডিসেম্বর, ২০২০
২৬ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ