Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজুক পরিস্থিতে ঐক্যফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঝিনাইদহ-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ তার নির্বাচনী এলাকার নাজুক ও ভয়াবহ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে ঝিনাইদহের কলাবাগানে নিজ বাসভবনে আয়োজিত সম্মেলনে প্রশ্ন রেখে ঐক্যফ্রন্টের প্রার্থী মজিদ বলেন, তার নির্বাচনী এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যেভাবে পুলিশ গ্রেফতারের হুমকি দিচ্ছে তাতে সবার মাঝেই প্রশ্ন উঠেছে প্রার্থী কি আ.লীগের নাকি পুলিশ প্রশাসনের? তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান প্রশাসনের পক্ষপাতমূলক আচরণে আমার নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত। তারা বাড়ি ঘুমাতে পারছে না। ভোট চাইতে পারছে না। এজেন্ট হতে পারে এমন কর্মীদের বাড়ি পুলিশ পাঠানো হচ্ছে। তিনি বলেন আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী তাহজীব আলম সমি সিদ্দিকি তার ব্যক্তিগত লোকজন দিয়ে সশস্ত্র মহড়ার মাধ্যমে রোববার রাতে প্রকাশ্যে আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও আমার নেতাকর্মীদের বেধড়ক মারপিঠ করেছে। আ.লীগ নেতা জীবন কুমার বিশ্বাসের নির্দেশে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা আমার অফিস হামলা-ভাঙচুর চালায় ও ১২-১৫ জন নেতাকর্মীকে বেধড়ক মারপিট করে। পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনাত সাহেব ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার অফিসে হামলার কিছুক্ষণ পরই পুলিশ প্রটেকশনে সশস্ত্র মিছিল বের করে আ.লীগ প্রার্থীর কর্মীরা মিছিলে ‘ধর ধর বিএনপি ধর, ধরে জবাই কর’ এ ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে তারা শহরে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পুলিশ প্রশাসনের নিরবতা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। এমনকি জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ঝিনাইদহের পূর্বাঞ্চলের আ.লীগের নেতা পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, দোগাছি ইউয়িনের সাবেক চেয়ারম্যান ফয়জুল্লাহ ফয়েজ, পদ্মাকরের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, হরিশংকরপুর ইউনিয়নের ফরিদ উদ্দিন, হলিধানীর আব্দুর রশিদ মিয়া, মধুহাটীর জুয়েল ও সাধুহাটীর কাজী নাজির উদ্দীন জনসংযোগের নামে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তারা বিএনপি নেতাকর্মীরা যাতে ভোট সেন্টারে না যায় তার জন্য হুমকি-ধামকি দিচ্ছে। ঐক্যফ্রন্টের প্রার্থী মজিদ লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সরকারি অফিস ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম এলাকার কোনো উন্নয়ন করতে না পারায় গ্রহণযোগ্যতা হারিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের পথ বেছে নিয়েছেন। যা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচনের অন্তরায়।
সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আলীম, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এনামুল হক মুকুল, সাবেক ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু, ইবির ছাত্রনেতা শাহেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ